কক্সবাজারে ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ১৮ ও ১৯ এপ্রিল 

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৮:১৮

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : দুই দিনব্যাপী ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ আগামী ১৮ ও ১৯ এপ্রিল কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এবং ফিল্ম স্টার ক্লাব এই ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করছে। 

ফেস্টিভ্যালে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়ন এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়ন শীর্ষক আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, সম্মাননা প্রদান এবং বাংলা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী হবে। 

এছাড়াও অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র-সুন্দরী মিস বাংলাদেশ, লড়াকু, মাস্টার সামুরাই, পেশাদার খুনী, কোটি টাকার কাবিন, আম্মাজান সহ বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে। 

ফেস্টিভ্যাল সফল করতে চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান, বেলায়েত হোসেন বাবলুকে কো-চেয়ারম্যান ও সাংবাদিক হাফিজ রহমানকে সদস্য সচিব করে উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। 

অনুষ্ঠানে চলচ্চিত্র সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বরেণ্য সাংবাদিক আবদুর রহমানকে এবং প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার, সাংবাদিক ফজলুল হক'কে (মরণোত্তর) সম্মাননায় ভূষিত করা হবে। 

ফেস্টিভ্যালকে অংশগ্রহণমূলক ও সফল করতে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আমেরিকা প্রবাসী সাংবাদিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, নির্বাহী সভাপতি আমেরিকা প্রবাসী সাংবাদিক নিউইয়র্ক ব্রাইট সম্পাদক বেলাল আহমেদ এবং মহাসচিব সালাম মাহমুদ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
১০