কক্সবাজারে ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ১৮ ও ১৯ এপ্রিল 

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৮:১৮

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : দুই দিনব্যাপী ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ আগামী ১৮ ও ১৯ এপ্রিল কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এবং ফিল্ম স্টার ক্লাব এই ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করছে। 

ফেস্টিভ্যালে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়ন এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়ন শীর্ষক আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী, সম্মাননা প্রদান এবং বাংলা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী হবে। 

এছাড়াও অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র-সুন্দরী মিস বাংলাদেশ, লড়াকু, মাস্টার সামুরাই, পেশাদার খুনী, কোটি টাকার কাবিন, আম্মাজান সহ বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে। 

ফেস্টিভ্যাল সফল করতে চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান, বেলায়েত হোসেন বাবলুকে কো-চেয়ারম্যান ও সাংবাদিক হাফিজ রহমানকে সদস্য সচিব করে উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। 

অনুষ্ঠানে চলচ্চিত্র সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বরেণ্য সাংবাদিক আবদুর রহমানকে এবং প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার, সাংবাদিক ফজলুল হক'কে (মরণোত্তর) সম্মাননায় ভূষিত করা হবে। 

ফেস্টিভ্যালকে অংশগ্রহণমূলক ও সফল করতে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আমেরিকা প্রবাসী সাংবাদিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, নির্বাহী সভাপতি আমেরিকা প্রবাসী সাংবাদিক নিউইয়র্ক ব্রাইট সম্পাদক বেলাল আহমেদ এবং মহাসচিব সালাম মাহমুদ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
১০