পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে বিমসটেক মহাসচিবের সাক্ষাৎ 

বাসস
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৮:৪৪
ব্যাংককে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডের সাক্ষাৎ। ছবি : বিমসটেক

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে আজ ব্যাংককে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন।

বিমসটেক সচিবালয় জানিয়েছে, বৈঠকে তারা আঞ্চলিক সহযোগিতা গভীরতর করা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান এবং বিমসটেকের সাফল্যে পরবর্তী সভাপতি হিসেবে ঢাকার ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা সকালে ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। 

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের একদিন আগে বিমসটেকের সাতটি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বিশেষ করে বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে আন্ত:আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিমসটেক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাস্তবসম্মত ও ফলপ্রসূ সহযোগিতার উপর জোর দেন। 

তিনি একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিতভাবে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন।

বৈঠকের আগে, পররাষ্ট্রমন্ত্রীরা বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন যা আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বিমসটেক রাষ্ট্র/সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
সুনামগঞ্জে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষে প্রস্তুতিসভা
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
বরগুনায় যৌথ বাহিনীর অভিযানে জাটকা জব্দ 
হালদা নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
৩ জেলায় ইটভাটায় অভিযান : ২৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অক্টোবর মাসে ২,৩২৪ টি ফৌজদারি ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছে
১০