সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার ধুম পড়েছে

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৫:১৮
সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার ধুম পড়েছে। ছবি: বাসস

\ মোহাম্মদ শাহজাহান চৌধুরী \

সুনামগঞ্জ, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলার হাওরে বোরো ধান কাটার ধুম পড়েছে। জেলার ১২টি উপজেলার ১৩৭টি হাওরে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। 

এবার ধান কাটা শ্রমিকের পাশাপাশি কম্বাইন্ড হার্ভেস্টার ও রিপার মেশিন যুক্ত হওয়ায় কৃষকরা দ্রুত ধান কেটে গোলায় তুলতে পারছেন। 

জেলার হাওরগুলোতে ধান কাটতে এবার নিয়োজিত আছেন ১ লাখ ৭২ হাজার ৩৫০ জন শ্রমিক। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৮৩ জন স্থানীয় শ্রমিক ও ৫ হাজার ৩৩৬৭ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক। এছাড়াও জেলার হাওর গুলোতে দিনরাত ধান কাটছে ১ হাজার ২৪টি ধানকাটার মেশিন। এরমধ্যে ৯ শত ৮টি কম্বাইন্ড হার্ভেস্টার ও ১১৬টি রিপার মেশিন। 

জেলার দিরাই উপজেলার দ্বিতীয় বৃহত্তর চাপতিট হাওরের কৃষক রুমন চৌধুরী  বাসসকে জানান, চাপটির হাওরে বোরো ধান কাটার ধুম পড়েছে। এবার তিনি দেড়শত বিঘা বোরো জমি চাষাবাদ করেছেন। আজ রোববার পর্যন্ত ৭৫ ভাগ ধান কেটেছেন বলেও বাসসকে জানান রুমন। 

রুমন চৌধুরী বাসসকে আরও জানান, ধান কাটার মেশিন কম্বাইন্ড হার্ভেস্টার ধান কাটার জগতে এক যুগান্তকারী মেশিন। এ মেশিন যেমন ধান কাটে তেমনি মাড়াইও করে। এজন্য কৃষকরা এবার দ্রুত ধান কেটে গোলায় তুলতে পারছেন। তিনি এবার কমপক্ষে ৩ হাজার মণ ধান পাবেন বলেও বাসসকে জানান।

দিরাই উপজেলার অন্যতম বৃহত্তর হাওর বরাম হাওরের পাড়ের ধল চানপুর গ্রামের কৃষক আনাছুর রহমান বাসসকে জানান, তিনি এবার ৫২ বিঘা জমিতো বোরো ধান চাষাবাদ করেছেন। আজ রোববার পর্যন্ত তিনি ৪ ভাগের ৩ ভাগ জমির ধান কেটেছেন। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে তার সব জমির ধান কাটা শেষে হবে। তিনি আরও জানান, বৃহত্তর বরাম হাওরের ধান অর্ধেকের বেশি কাটা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা এবার মনের আনন্দে বোরো ধান কেটে গোলায় তুলছেন।  এবার ভালো ফলন হয়েছে বলেও জানান কৃষক আনাছুর রহমান।

শাল্লা উপজেলার ছব্বিশা গ্রামের কৃষক সিরাজ মিয়া বাসসকে জানান, এবার তিনি ২০ বিঘা জমি চাষাবাদ করেছেন। প্রতিবিঘায় ২৫ মণ করে ধান ফলন হয়েছে। তার জমির ধান কাটা প্রায় শেষে দিকে। এবার বোরো ধানের ফলনও ভালো হয়েছে বলেও জানান কৃষক সিরাজ।

জেলার তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সেলিম আখঞ্জী বাসসকে জানান, তিনি শনির হাওরে এবার ৩৬ বিঘা বোরো জমি চাষাবাদ করেছেন। এবার ফলন ভালো হয়েছে জানিয়ে বাসসকে আরও জানান ৩৬ বিঘা জমিতে তিনি অন্তত ৫শত মণ ধান পাবেন। অর্ধেকের উপর তার জমির ধান কাটা শেষে হয়েছে।
 
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, এবছর জেলার ১২টি উপজেলার ১৩৭টি হাওরে ২২ লাখ  ৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে হাওরে ১ লাখ ৬৫ হাজার ২৪৩ হেক্টর জমি এবং নন হাওরে ৫৮ হাজার ২৫৯ হেক্টর জমি। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০ মেট্রিক টন ধান। যা চালে হবে ৯ লাখ ২১ হাজার ৪১৩ মেট্রিক টন চাল। যার বাজার মূল্য ধরা হয়েছে ৫ হাজার ২৫৮ কোটি টাকা।

সূত্র আরও জানায়, আজ রোববার পর্যন্ত জেলায় হাওরে ৭৬ শতাংশ এবং নন হাওরে ২৪ শতাংশ বোরো ধান কাটা হয়েছে। 

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান,  আজ রোববার পর্যন্ত জেলার হাওরগুলোতে ৭৬ শতাংশ এবং ননহাওরে ২৪ শতাংশ ধানা কাটা শেষ হয়েছে।  আগামী ৭ দিনের মধ্যে হাওরের ধানকাটা শেষ হবে এবং নন হাওরে ২৫ মে’র মধ্যে ধান কাটা শেষে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পাকিস্তানে তালেবানের পৃথক হামলায় নিহত ২৩
নৌবাহিনীর অভিযানে টেকনাফ হতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
নওগাঁয় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে অজ্ঞতা : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের দুঃসাহসিক অভিযান ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ: উপদেষ্টা আজম
ঝিনাইদহে বিএনপির উদ্যোগে পূজা পুনর্মিলনী
খুলনায় পলিথিন বর্জনের শপথ গ্রহণ
টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র কাল শুরু করছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
১০