দেশে জন্মগ্রহণকারী প্রত্যেকে এদেশের নাগরিক : মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:০১ আপডেট: : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:০৯
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারাই এদেশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক। হিন্দু সম্প্রদায়ের মানুষ আপনারা নিজেদেরকে কখনো ছোটো মনে করবেন না, বহিরাগত মনে করবেন না।

বিএনপি মহাসচিব আজ বুধবার ঠাকুরগাঁও কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী শনিদেবের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে এসব কথা বলেন। 

বিএনপি মহাসচিব হিন্দুদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের যে কোনো রাজনীতি করার বা না করার অধিকার আছে, স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, ভালো মন্দ বিবেচনা করার অধিকার রয়েছে। এগুলো কারও দয়া নয়, এগুলো আপনার অধিকার, আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি।’ 

মির্জা ফখরুল বিশ্বকবি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলেন, আমাদেরকে হৃদয় প্রসারিত করে মানুষকে ভালোবেসে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতাকে বুকে ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে। 

তিনি সোশ্যাল মিডিয়া ইউটিউবে চরম মিথ্যা প্রচারণা ছড়িয়ে সমাজে যে বিভ্রান্তি বিভাজন তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে তার উল্লেখ করে বলেন, ‘আমি অন্তত সেই বিভাজনের ফাঁদে পা দেয়ার মানুষ না।’

হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে বুকে বল আনার কথা বলে তিনি বলেন, ‘আমরা একই বৃন্তে ফোঁটা দুটি ফুল।’

ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে দুই সম্প্রদায়ের মধ্যে অতীত সৌহার্দতার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, আসুন আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। 

সত্যজিৎ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা, মনোরঞ্জন সিং, চিন্তাহরণ দেবনাথ, শুভাস চন্দ্র মল্লিক প্রমুখ। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লা মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

ফলক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব শহরের মন্দির পাড়াস্থ মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন এবং সেখানে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না: রিজভী
সড়ক দুর্ঘটনায় শতবর্ষী কিংবদন্তি দৌড়বিদ ফৌজা সিংয়ের মৃত্যু
বশিরের ইনজুরিতে আট বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ডওসন
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে মিডওয়াইফারি সেবা চালু
আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী: দ্রুত বিচারের দাবি পরিবার-সহযোদ্ধাদের
শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদক-এর পৃথক মামলা
টাঙ্গাইলে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ   
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন
এ মাসেই শুরু হচ্ছে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম
১০