শেখ পরিবারের ৫ সদস্যের সম্পত্তি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:৫৪ আপডেট: : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:২১
মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): ঢাকা, খুলনা ও গোপালগঞ্জে শেখ পরিবারের পাঁচ সদস্যদের নামে থাকা বিভিন্ন সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

এছাড়া ক্রোকের আদেশ দেওয়া সম্পত্তিগুলোর দেখাশুনার জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

ক্রোকের আদেশ দেয়া সম্পত্তির মধ্যে রয়েছে- গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি বাড়ি। যার অনুসন্ধানী মুল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৮ লাখ টাকা। শেখ হাসিনার বোন শেখ রেহানা সিদ্দিক, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদের নামে খুলনায় ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি। যার অনুসন্ধানী মুল্য ধরা হয়েছে ৬১ লাখ ৮৭ হাজার টাকা। রেহানা সিদ্দিকের নামে গোপালগঞ্জে ১৯ শতক জমি। যার অনুসন্ধানী মুল্য ধরা হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে খুলনায় ৮৭ শতক জমি। যার অনুসন্ধানী মুল্য ধরা হয়েছে ৪১ লাখ ২৪ হাজার টাকা।

আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানকালে দেখা যায় অভিযুক্ত সায়মা ওয়াজেদ তার স্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোন প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এ মর্মে ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ দানে সদয় মর্জি হয়। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান জুলাই গণতন্ত্রের ধ্রুবতারা, তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না: রিজভী
সড়ক দূর্ঘটনায় শতবর্ষী কিংবদন্তী দৌড়বিদ ফৌজা সিংয়ের মৃত্যু
বশিরের ইনজুরিতে আট বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ডওসন
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে মিডওয়াইফারি সেবা চালু
আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী: দ্রুত বিচারের দাবি পরিবার-সহযোদ্ধাদের
শামীম ওসমান ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদক-এর পৃথক মামলা
টাঙ্গাইলে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ   
নাপোলি থেকে স্থায়ীভাবে গ্যালাতাসারেতে যোগদানের দ্বারপ্রান্তে ওশিমেন
এ মাসেই শুরু হচ্ছে জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম
১০