পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৫তম সভা অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৩৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৫তম সভা । ছবি : বাসস

পটুয়াখালী, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. কাজী রফিকুল ইসলাম।

রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ড সচিব প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনের সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো আব্দুল লতিফ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আক্তার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাকিলা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের (অব.) প্রফেসর ড. মো. জহির উদ্দীন, কীটতত্ত্ব বিভাগের (অব.) প্রফেসর ড. খন্দকার শরিফুল ইসলাম।

এছাড়া ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. নাজিম আহমাদ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুচ আলী সিদ্দিকী, পবিপ্রবি’র এন্টোমলজি বিভাগের প্রফেসর

ড. মো. হাবিবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরফুদ্দিন, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিউর রহমান এবং বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিউর রহমানসহ অনেকে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
ক্যামেরুনের অপহৃত ১০ শিশুকে উদ্ধার
জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর সীমান্তের প্রবেশদ্বার খুলে দেওয়ার দাবি হামাসের
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন ৩০ আগস্ট, নির্বাচন কমিশন গঠন
১০