নারায়ণগঞ্জে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৯:২৪

নারায়ণগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার আড়াইহাজারে স্বপন (৩৫) নামে এক যুবককে হত্যায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া  হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জে আড়াইহাজারের সেন্দী এলাকার রুস্তম আলীর ছেলে শামীম (৩০) ও তার হাবিবুল্লাহ (৩৪)। রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত ছিলেন। নিহত স্বপন আড়াইহাজরের কাহেন্দী এলাকার মৃত রহম আলী ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, ২০১৯ সালের ৩১ মে পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাই  শামীম ও হাবিবুল্লাহ  স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে নিহতের বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত বিচারকার্য শেষে এ রায় ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০