কুমিল্লায় বিএসটিআই’র অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২০:১৭
ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগতমান ও সনদবিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় ৪টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার বরুরা উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা।

বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ জানান, গুণগতমান সনদবিহীন পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে বরুড়ার কলেজ রোড এলাকায় অবস্থিত মেসার্স শ্যামল স্টোরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় বরুড়া বাজার এলাকায় অবস্থিত লোকনাথ ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ফেমাস সুপার শপকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বরুড়ার তলাগ্রাম এলাকায় অবস্থিত মিষ্টিমুখ নামক প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফারমান্টেড মিল্ক পণ্য উৎপাদন বিক্রি ও বাজারজাত করে আসছিলো।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লার কর্মকর্তা মো. ইকবাল আহম্মেদ, পরিদর্শক  (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০