কুমিল্লায় বিএসটিআই’র অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২০:১৭
ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগতমান ও সনদবিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় ৪টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার বরুরা উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা।

বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ জানান, গুণগতমান সনদবিহীন পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে বরুড়ার কলেজ রোড এলাকায় অবস্থিত মেসার্স শ্যামল স্টোরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় বরুড়া বাজার এলাকায় অবস্থিত লোকনাথ ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ফেমাস সুপার শপকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বরুড়ার তলাগ্রাম এলাকায় অবস্থিত মিষ্টিমুখ নামক প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফারমান্টেড মিল্ক পণ্য উৎপাদন বিক্রি ও বাজারজাত করে আসছিলো।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লার কর্মকর্তা মো. ইকবাল আহম্মেদ, পরিদর্শক  (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটক ২২ জনের ২১ জন মুক্ত
ইউক্রেনের জন্য মার্কিন-ন্যাটো অস্ত্র চুক্তিতে জার্মানি 'নির্ধারকের ভূমিকা' পালন করবে: জার্মান চ্যান্সেলর
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা পর সারাদেশের সাথে রেল যোগাযোগ শুরু
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১ 
বিশ্ব যুব দক্ষতা দিবস আজ
বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না : শাম্মি আক্তার
মরক্কোর ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
দুই স্ত্রীসহ লতিফ বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ 
১০