লামিয়ার মায়ের কাছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের চেক হস্তান্তর

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:৪৩
লামিয়ার মায়ের কাছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের চেক হস্তান্তর। ছবি: বাসস

পটুয়াখালী, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই শহীদ কন্যা লামিয়ার মায়ের কাছে দু’টি চেক হস্তান্তর করা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ জেলার দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া সম্প্রতি এলাকার একদল দুর্বৃত্তের দ্বারা ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী ও শিশু নির্যাতন দমন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব সারাওয়াত মেহজাবিনের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আজ দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে লামিয়ার মা রুমা বেগমের (৩৫) কেবিনে যান।  

তিনি (মেহজাবিন) রুমা বেগমের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি চেক হস্তান্তর করেন।

এ সময় মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী জেলার নেজারত শাখার এনডিসি মো. সাকিব উল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা, দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমসহ লামিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বামী ও মেয়ের মৃত্যুর পর রুমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সম্প্রতি নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

তিনি তার স্বামীর খুনি এবং তার মেয়ের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমা বেগমকে জানান, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং লামিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০