লামিয়ার মায়ের কাছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের চেক হস্তান্তর

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২১:৪৩
লামিয়ার মায়ের কাছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের চেক হস্তান্তর। ছবি: বাসস

পটুয়াখালী, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই শহীদ কন্যা লামিয়ার মায়ের কাছে দু’টি চেক হস্তান্তর করা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ জেলার দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া সম্প্রতি এলাকার একদল দুর্বৃত্তের দ্বারা ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী ও শিশু নির্যাতন দমন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব সারাওয়াত মেহজাবিনের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আজ দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে লামিয়ার মা রুমা বেগমের (৩৫) কেবিনে যান।  

তিনি (মেহজাবিন) রুমা বেগমের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি চেক হস্তান্তর করেন।

এ সময় মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, পটুয়াখালী জেলার নেজারত শাখার এনডিসি মো. সাকিব উল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা, দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগমসহ লামিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বামী ও মেয়ের মৃত্যুর পর রুমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সম্প্রতি নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

তিনি তার স্বামীর খুনি এবং তার মেয়ের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমা বেগমকে জানান, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং লামিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জনসম্পৃক্ততা : ডিএমপি কমিশনার
বরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
অবৈধ জাল ব্যবহারকারীরা দেশের শত্রু : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক
পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে ধরাশায়ী বাংলাদেশ
বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক
জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব : ডা. শফিকুর রহমান
১০