নরসিংদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৯:৩৪

নরসিংদী, ১ মে, ২০২৫ (বাসস) : জেলার শিবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোহা আক্তার (১০) শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের কন্যা এবং হাবিবা আক্তার (৯) মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর কন্যা। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।
নিহতের স্বজনরা জানান, মামার বাড়িতে বেড়াতে আসা হাবিবা আক্তার দুপুরে বোন সোহাকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সোহা এবং হাবিবা পানিতে তলিয়ে যায়। এসময় স্বজনরা তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসাইন বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সম্ভবত সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আটকের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৫৮,৮৩১ মামলা নিষ্পত্তি
খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে অসহায় রোগীদের হুইল চেয়ার বিতরণ
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
১০