দৌলতপুরে সাবস্টেশনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ২০:০৭
প্রতীকী ছবি

কুষ্টিয়া, ১ মে, ২০২৫(বাসস) : জেলা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশনে পাওয়ার ট্রান্সফরমারের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া সাব স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।  সে ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের আব্দুল মান্নানের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের মধ্যে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে যায়। পাওয়ার ট্রান্সফরমার মেশিনের নিচে আর্থিং-এর তার হাতের মুঠোয় ধরে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। 

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তিনি তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের হাত ও পায়ে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় শত শত উৎসুক জনতা সাবস্টেশনে জড়ো হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ লাশের পরিচয় শনাক্ত করে মর্গে পাঠায়।

দৌলতপুর জোনাল অফিসের এজিএম তৌফিকুর রহমান বাচ্চু বাসসকে বলেন, সাবস্টেশনের চারদিকে দুই স্তরে দেয়া কাঁটাতারের বেড়া ভেদ করে ভেতরে প্রবেশ করেন আব্দুল হালিম। কয়েকটি পাওয়ার ট্রান্সফরমার মেশিনের তার কাটা হয়েছে। তবে কেটে ফেলা তার ও কাটার কোন যন্ত্র সাবস্টেশনের মধ্যে পাওয়া যায়নি। 

এজিএম আরও বলেন, আর্থিং কেটে ফেলায় বড় ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। যদি গ্রাউন্ডিং বা আর্থিং না থাকে তাহলে পাওয়ার ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে যেতে পারে। ফলে একটা বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী ও এই সাবস্টেশনটি বেঁচে গেছে।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বাসসকে বলেন, এই চক্রে একাধিক ব্যক্তি ছিল বলে অনুমান করা হচ্ছে। একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম সফলভাবে শেষ করল বিমান
খালেদের নৈপুন্যে রোমাঞ্চকর জয় রংপুরের
দলগত পারফরমেন্সের প্রশংসায় লিটন
ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু
অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান গ্রেফতার
সোহাগ হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নাটোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে টিন ও অর্থ বিতরণ 
রাঙ্গামাটিতে জুলাই আন্দোলনে নারীদের গৗরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী
১০