মোহনগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ২০:৩৪
প্রতীকী ছবি

নেত্রকোণা, ১ মে, ২০২৫ (বাসস) : জেলার মোহনগঞ্জে বজ্রপাতে গোলাপ মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ২ টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গোলাপ মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনের জমিতে ধান কাটছিলেন গোলাপ। এসময় তার বাবা ও ভাইসহ পরিবারের অন্য লোকজনও সাথে ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে গোলাপ মিয়ার পাশেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে জমির একপাশে গিয়ে পড়েন গোলাপ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, ‘বজ্রপাতের ঘটনায় মৃত্যু হওয়ায় এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় ‘কমিউনিটি ফোরাম’ প্রকল্পের সূচনা সভা 
নিলামে চট্টগ্রাম বন্দরে পরিত্যক্ত ৪৭৫টি কন্টেইনার 
ফরিদপুরে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন
যুবদের জনসম্পদে রূপান্তরে জুলাই গণঅভ্যুত্থানে গঠিত সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা
চট্টগ্রামে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ শুরু, উদ্বোধন ৫ আগস্ট  
কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে পুনর্বাসনের ৪,৪০৯ জনের তালিকা বাতিল
রাজশাহী জেলা পরিষদের শিক্ষাবৃত্তি পেলেন ৪৭৬ শিক্ষার্থী
১৫ উইকেট পতনের দিন এগিয়ে অস্ট্রেলিয়া
১০