চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী আকবর হত্যা মামলার দুই আসামি ৩ দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৮:৫১

চট্টগ্রাম, ১ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শীর্ষ সন্ত্রাসী আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি ওসমান আলী সেগুন (৩৪) ও তার ভাগিনা মো. আলভিনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে চট্টগ্রাম ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদের মধ্যে ওসমান আলী বিদেশে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান প্রকাশ বড় সাজ্জাদের ভাই এবং আলভিন ভাগনে। এর আগে, গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে সেগুন ও আলভিনকে গ্রেফতার করে র‌্যাব-৭ ও পতেঙ্গা থানা পুলিশ।

আদালত সূত্র জানিয়েছে, সকাল ১০টার দিকে দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। পরবর্তীতে দুপুর পৌনে ১টার দিকে তাদের শুনানিতে হাজির করা হয়। শুনানি শেষে পুলিশি নিরাপত্তায় তাদেরকে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।

পতেঙ্গা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. রহমত বলেন, ‘আজ সকালে ওই দুই আসামিকে আদালতে আনা হয়। দুপুরের দিকে তাদেরকে আদালতে তোলা হয়। তদন্তকারী কর্মকর্তা উভয় আসামির পাঁচদিন করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিনদিন মঞ্জুর করেন।’

এর আগে, গত ২৩ মে (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকী (৩০) এবং শিশু মহিম ইসলাম রাতুল (৮)।

ঘটনার দুইদিন পর গত ২৫ মে সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাইয়া আকবরের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী রুপালী বেগম বাদী হয়ে একই দিন ১১ জনের নাম উল্লেখ করে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের শিকার আলী আকবরের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অন্তত ১০টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০