চট্টগ্রামে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৯:০১
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন। ছবি : বাসস

চট্টগ্রাম, ১ জুন, ২০২৫ (বাসস) : আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের পরিবেশ বিষয়ে সচেতনতায় উদ্যোগী সিভিল সোসাইটি ও সংস্থাগুলো।

রোববার সকাল ১১ টায় নগরীর লালখানবাজার ইস্পাহানি মোড়ে “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যে সনাক-টিআইবি চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংগঠনের সহযোগিতা ও অংশগ্রহণে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সনাক-টিআইবি, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্ব মানববন্ধনে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে হলে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা ছাড়া উপায় নেই। প্লাস্টিকের বিকল্প পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে।

বক্তারা বলেন, নদী, বন ও পরিবেশের সঙ্গে জড়িত এলাকাগুলোকে প্লাস্টিকমুক্ত রাখতে আলাদা কর্মপরিকল্পনা নিতে হবে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রম চালানো দরকার, যেন তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। মানববন্ধন থেকে সরকারের কাছে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন সুপারিশমালা উত্থাপন করা হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, লন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার পিকু দাশ জয়, দুঃস্থ সহায়তা কেন্দ্র (ডিএসকে) এর প্রোজেক্ট ম্যানেজার আরেফাতুল জান্নাত, ওয়াইডব্লি¬উসিএ এর পান্না সেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এর আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সনাক-টিআইবি চট্টগ্রামের সদস্য সঞ্জয় বিশ্বাস প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
১০