চট্টগ্রামে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৯:০১
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন। ছবি : বাসস

চট্টগ্রাম, ১ জুন, ২০২৫ (বাসস) : আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের পরিবেশ বিষয়ে সচেতনতায় উদ্যোগী সিভিল সোসাইটি ও সংস্থাগুলো।

রোববার সকাল ১১ টায় নগরীর লালখানবাজার ইস্পাহানি মোড়ে “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যে সনাক-টিআইবি চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংগঠনের সহযোগিতা ও অংশগ্রহণে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সনাক-টিআইবি, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্ব মানববন্ধনে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে হলে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা ছাড়া উপায় নেই। প্লাস্টিকের বিকল্প পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে।

বক্তারা বলেন, নদী, বন ও পরিবেশের সঙ্গে জড়িত এলাকাগুলোকে প্লাস্টিকমুক্ত রাখতে আলাদা কর্মপরিকল্পনা নিতে হবে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রম চালানো দরকার, যেন তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। মানববন্ধন থেকে সরকারের কাছে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন সুপারিশমালা উত্থাপন করা হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, লন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার পিকু দাশ জয়, দুঃস্থ সহায়তা কেন্দ্র (ডিএসকে) এর প্রোজেক্ট ম্যানেজার আরেফাতুল জান্নাত, ওয়াইডব্লি¬উসিএ এর পান্না সেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এর আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সনাক-টিআইবি চট্টগ্রামের সদস্য সঞ্জয় বিশ্বাস প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
১০