চট্টগ্রামে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৯:০১
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন। ছবি : বাসস

চট্টগ্রাম, ১ জুন, ২০২৫ (বাসস) : আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের পরিবেশ বিষয়ে সচেতনতায় উদ্যোগী সিভিল সোসাইটি ও সংস্থাগুলো।

রোববার সকাল ১১ টায় নগরীর লালখানবাজার ইস্পাহানি মোড়ে “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যে সনাক-টিআইবি চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংগঠনের সহযোগিতা ও অংশগ্রহণে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সনাক-টিআইবি, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্ব মানববন্ধনে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে হলে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা ছাড়া উপায় নেই। প্লাস্টিকের বিকল্প পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে।

বক্তারা বলেন, নদী, বন ও পরিবেশের সঙ্গে জড়িত এলাকাগুলোকে প্লাস্টিকমুক্ত রাখতে আলাদা কর্মপরিকল্পনা নিতে হবে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রম চালানো দরকার, যেন তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। মানববন্ধন থেকে সরকারের কাছে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন সুপারিশমালা উত্থাপন করা হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, লন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার পিকু দাশ জয়, দুঃস্থ সহায়তা কেন্দ্র (ডিএসকে) এর প্রোজেক্ট ম্যানেজার আরেফাতুল জান্নাত, ওয়াইডব্লি¬উসিএ এর পান্না সেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এর আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সনাক-টিআইবি চট্টগ্রামের সদস্য সঞ্জয় বিশ্বাস প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
'রক্তদানের মতো মানবিক উদ্যোগের মূল্যায়ন করা যায় না' : যবিপ্রবি উপাচার্য
হংকংকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে শ্রীলংকা
মালয়েশিয়ার পেনাং-এ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটদান বিষয়ে মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ
সারাদেশে পুলিশের অভিযানে ১,৫৬১ জন গ্রেফতার
নৌবাহিনীর অভিযানে মায়ানমারগামী বিপুল পণ্যসহ ১১ পাচারকারী আটক
মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা
অবৈধ জ্বালানি তেল বিক্রি বন্ধে বিপিসি’র জোরালো অভিযান
নির্বাচন বানচালের সকল অপচেষ্টা জনগণ মোকাবেলা করবে : শহীদ উদ্দিন মাহমুদ
খুলনার কয়রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার : শিকারি আটক
১০