চট্টগ্রামে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৯:০১
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন। ছবি : বাসস

চট্টগ্রাম, ১ জুন, ২০২৫ (বাসস) : আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক দূষণ রোধের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের পরিবেশ বিষয়ে সচেতনতায় উদ্যোগী সিভিল সোসাইটি ও সংস্থাগুলো।

রোববার সকাল ১১ টায় নগরীর লালখানবাজার ইস্পাহানি মোড়ে “প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যে সনাক-টিআইবি চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংগঠনের সহযোগিতা ও অংশগ্রহণে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সনাক-টিআইবি, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্ব মানববন্ধনে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে হলে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা ছাড়া উপায় নেই। প্লাস্টিকের বিকল্প পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থাকে উৎসাহিত করতে হবে।

বক্তারা বলেন, নদী, বন ও পরিবেশের সঙ্গে জড়িত এলাকাগুলোকে প্লাস্টিকমুক্ত রাখতে আলাদা কর্মপরিকল্পনা নিতে হবে। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিবেশ-সচেতনতামূলক কার্যক্রম চালানো দরকার, যেন তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। মানববন্ধন থেকে সরকারের কাছে পরিবেশ রক্ষার্থে বিভিন্ন সুপারিশমালা উত্থাপন করা হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, লন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার পিকু দাশ জয়, দুঃস্থ সহায়তা কেন্দ্র (ডিএসকে) এর প্রোজেক্ট ম্যানেজার আরেফাতুল জান্নাত, ওয়াইডব্লি¬উসিএ এর পান্না সেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম এর আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সনাক-টিআইবি চট্টগ্রামের সদস্য সঞ্জয় বিশ্বাস প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০