চট্টগ্রামে ৬ ডাকাত গ্রেফতার 

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২০:০০

চট্টগ্রাম, ১ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরজুড়ে ভোররাতে দল বেঁধে ভাগ হয়ে ছিনতাই ও ডাকাতি করা এমন একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। একটি পরিত্যক্ত ঘরে বসে ডাকাতির প্রস্তুতিকালে এই চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে নগরের পাঁচলাইশ থানা পুলিশ। এসময় চক্রের ১০-১১ জন পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।  

রোববার (১ জুন) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, শনিবার রাতে নগরের এশিয়ান হাউজিং সোসাইটির ৫ নম্বর রোড সংলগ্ন মাঠের পাশে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মীর মো. হাসান (২৩), নুর মোহাম্মদ কালু (৩১), মো. সোহেল (২৬), মো. রাজিব হোসেন রাজু (৩০), মোহাম্মদ আলী (৩২) এবং মো. রুবেল হোসেন ওরফে সামাদ (২০)।

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, গ্রেফতার ব্যক্তিরা ভোররাতে পথচারী ও যাত্রীদের টার্গেট করে সিএনজি, অটোরিকশা ও রিকশা থামিয়ে ডাকাতি করতো। তারা নগরের বিভিন্ন এলাকায় দল ভাগ করে নিয়মিত ডাকাতি ও ছিনতাই কার্যক্রম চালাতো। গ্রেফতারকৃতদের অধিকাংশই পেশাদার অপরাধী। তাদের মধ্যে মীর মো. হাসানের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ৫টি, নুর মোহাম্মদ কালুর বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় প্রায় ১২টি, মো. সোহেলের নামে ২টি, রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে ১টি, মোহাম্মদ আলীর নামে ২টি এবং রুবেল ওরফে সামাদের নামে ১টি মামলা রয়েছে।

তিনি বলেন, অভিযানে তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত ছুরি, একটি লোহার কাটার, বাইসাইকেলের চেইন, কাটার প্লাস, হাতুড়ি, অতিরিক্ত দুটি ছুরি ও একটি পেপার কাটার উদ্ধার করা হয়। অভিযানের সময় ডাকাত দলের আরও ১০-১১ জন সদস্য পালিয়ে যায়। পালিয়ে যাওয়াদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
ম্যাক্রোঁকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তার প্রথম প্রধানমন্ত্রী
জাতীয় চ্যাম্পিয়নশিপে মধুমতি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক গোপালগঞ্জ
বান্দরবানে একলাখ ২১ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৩ শতাংশ প্রবৃদ্ধি
মৈত্রী শিল্পকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় শারমীন এস মুরশিদের
বাংলাদেশে বিনিয়োগে সৌদি পিআইএফ’র প্রতি আহ্বান বাংলাদেশ ব্যাংক প্রধানের
কুমিল্লায় অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ, জরিমানা
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড 
পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা 
১০