কুষ্টিয়ায় শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র ও ঈদসামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২০:১২
কুষ্টিয়ায় শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র ও ঈদসামগ্রী বিতরণ। ছবি : বাসস

কুষ্টিয়া, ১ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৩ শহীদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ঈদসামগ্রী প্রদান করা হয়েছে।  

আজ রোববার বেলা ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান গণঅভ্যুত্থানে জেলার ১৩ শহীদের পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ঈদসামগ্রী তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, শহীদ বাবলু ফারাজির ছেলে সুজন মাহমুদ, শহীদ সবুজের স্ত্রী রেশমা খাতুন, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

গণঅভ্যুত্থানে জেলার ১৩ শহীদ হলেন- জামাল উদ্দিন শেখ, আব্দুস সালাম, মো. কামাল উদ্দিন, মো. বাবলু ফরাজি, মো. সুরুজ আলী, মো. উসামা, মো. ইউসুফ শেখ, মো. আব্দুল্লাহ আল মুস্তাকিন, মো. আশরাফুল ইসলাম, মো. সেলিম মন্ডল, মো. জুবায়ের আহমেদ, আলমগীর শেখ ও মো. মারুফ হোসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
১০