কুষ্টিয়ায় শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র ও ঈদসামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২০:১২
কুষ্টিয়ায় শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র ও ঈদসামগ্রী বিতরণ। ছবি : বাসস

কুষ্টিয়া, ১ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৩ শহীদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ঈদসামগ্রী প্রদান করা হয়েছে।  

আজ রোববার বেলা ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান গণঅভ্যুত্থানে জেলার ১৩ শহীদের পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ঈদসামগ্রী তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, শহীদ বাবলু ফারাজির ছেলে সুজন মাহমুদ, শহীদ সবুজের স্ত্রী রেশমা খাতুন, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

গণঅভ্যুত্থানে জেলার ১৩ শহীদ হলেন- জামাল উদ্দিন শেখ, আব্দুস সালাম, মো. কামাল উদ্দিন, মো. বাবলু ফরাজি, মো. সুরুজ আলী, মো. উসামা, মো. ইউসুফ শেখ, মো. আব্দুল্লাহ আল মুস্তাকিন, মো. আশরাফুল ইসলাম, মো. সেলিম মন্ডল, মো. জুবায়ের আহমেদ, আলমগীর শেখ ও মো. মারুফ হোসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০