কুষ্টিয়ায় শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র ও ঈদসামগ্রী বিতরণ

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২০:১২
কুষ্টিয়ায় শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র ও ঈদসামগ্রী বিতরণ। ছবি : বাসস

কুষ্টিয়া, ১ জুন ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ১৩ শহীদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ঈদসামগ্রী প্রদান করা হয়েছে।  

আজ রোববার বেলা ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান গণঅভ্যুত্থানে জেলার ১৩ শহীদের পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ঈদসামগ্রী তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, শহীদ বাবলু ফারাজির ছেলে সুজন মাহমুদ, শহীদ সবুজের স্ত্রী রেশমা খাতুন, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

গণঅভ্যুত্থানে জেলার ১৩ শহীদ হলেন- জামাল উদ্দিন শেখ, আব্দুস সালাম, মো. কামাল উদ্দিন, মো. বাবলু ফরাজি, মো. সুরুজ আলী, মো. উসামা, মো. ইউসুফ শেখ, মো. আব্দুল্লাহ আল মুস্তাকিন, মো. আশরাফুল ইসলাম, মো. সেলিম মন্ডল, মো. জুবায়ের আহমেদ, আলমগীর শেখ ও মো. মারুফ হোসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০