সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন সামগ্রী জব্দ 

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২০:৩১
রোববার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ করা হয়। ছবি: বাসস

সাতক্ষীরা, ১ জুন ২০২৫ (বাসস) : জেলায় আজ কলারোয়া সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ রোববার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি আভিযানিক দল গেড়াখালী, ভাদিয়ালী ও কেড়াগাছি সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান মাঠ নামক সীমান্ত থেকে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল চান্দুড়িয়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করেন। 

জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৯০ হাজার টাকা। 

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা বিভিন্ন সামগ্রী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০