ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি, শিক্ষকদের স্মারকলিপি

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২১:০০
ছবি: বাসস

ঢাকা, ১ জুন, ২০২৫ (বাসস) : রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা খাতসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। 

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষকরা। 

স্মারকলিপিতে শিক্ষকেরা বলেন, অবিরত চর্চার মাধ্যমে বিদ্যমান জ্ঞানের বিকাশ, নতুন জ্ঞান সৃজন এবং মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে আলোকিত মানব সম্পদ তৈরির পাশাপাশি জাতি বিনির্মাণে সকল ক্ষেত্রে অবদান রাখার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় নানা ক্ষেত্রে উপেক্ষার শিকার হয়ে চলেছে। এই বিশ্ববিদ্যালয়ে দেশের সর্বোচ্চ মেধাবীদের পদচারণা থাকলেও মেধার লালন ও বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে পর্যাপ্ত সম্পদ বরাদ্দের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে বরাবরই অনীহা পরিলক্ষিত হয়েছে। ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ ও অবকাঠামো তৈরি করা কখনই সম্ভবপর হয়নি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের ধরে রাখতে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, দীর্ঘ মেয়াদে দেশের জন্য বড় ক্ষতির কারণ হবে বলে আমরা মনে করি।

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বাংলাদেশের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে সব আন্দোলনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান ছিলো অগ্রগামী। শুধু তাই নয় শিক্ষা ও গবেষণায় ঢাকা বিশ্ববদ্যালয় জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেই কোন বিশেষ মর্যাদা। অথচ বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে বিশেষ মর্যাদা দেয়ার নজির রয়েছে। আমরা চাই, সরকার এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান করবে।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং সর্বশেষ চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিলো সবচেয়ে বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা দেয়ার ব্যাপারে অতিদ্রুত পদক্ষেপ নেয়ার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুরোধ জানান।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মসূচি
খাগড়াছড়িতে মোবাইল টাওয়ারের ক্যাবল চুরি ঘটনায় গ্রেপ্তার ৩ 
নোবিপ্রবিতে প্রজেক্ট প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ
পাকিস্তানের ইউএএফ-এ সার্ক এগ্রিকালচার সেন্টারের বুক কর্নার উদ্বোধন
এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন: ইসি সচিব
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীমের ওপর হামলার মিথ্যা ভিডিও শনাক্ত : বাংলাফ্যাক্ট
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে: শিল্প উপদেষ্টা
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
ফেনীতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১০