শেরপুরে বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ২১:৪২
ছবি : বাসস

শেরপুর, ১ জুন, ২০২৫ (বাসস): ভারত সীমান্তবর্তী জেলা শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় বন্য হাতির দলের তাণ্ডবে কাংশা ইউনিয়নের দরবেশতলা ও হালচাটি এলাকার পাঁচটি বাড়িঘর, গাছপালা, ফসলসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

আজ দুপুরে বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ফসলের মাঠ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি দরবেশতলা এলাকার শ্রমিক মো. মোস্তফাকে বাড়ি সংস্কারের জন্য দুই বাণ্ডেল ঢেউটিন ও নগদ পাঁচ হাজার টাকা এবং আব্দুল জলিলকে এক বাণ্ডেল ঢেউটিন ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন।

এছাড়া হালচাটি এলাকায় বন্য হাতি তাড়াতে স্থানীয় বাসিন্দাদের মাঝে টর্চ লাইট বিতরণ করেন তিনি।

পরিদর্শনকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মোকাম্মেল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নগদ টাকা ও ঢেউটিন বিতরণকালে মাহমুদুল হক রুবেল বলেন, গত একমাসের বেশি সময় ধরে সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় বন্য হাতির দল তাণ্ডব অব্যাহত রেখেছে। এসব খবর গণমাধ্যমে প্রচারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে।

তিনি বলেন, পরে তার (তারেক রহমান) নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামী দিনেও পাহাড়ি জনপদে বসবাসকারী মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০