কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ২০:৩০

কিশোরগঞ্জ, ৩ জুন ২০২৫ (বাসস): জেলার হোসেনপুর উপজেলায় আজ ফিসারির পুকুরের পানিতে ডুবে নুসরাত (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজার সংলগ্ন সুয়েজ খানের ফিসারির পুকুর থেকে শিশু নুসরাতে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শিশু নুসরাত জেলার হোসেনপুর উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ৩ টার দিকে জেলার হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের ঠাডারকান্ডা বাজার সংলগ্ন সুয়েজ খানের ফিসারির পুকুর থেকে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায় নুসরাত। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে নুসরাতের কোন সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুইঘন্টা খোঁজাখুঁজি করে বিকেল ৫ টার দিকে ফিসারির পুকুর থেকে শিশু নুসরাতের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, শিশু নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০