বেসামরিক বিমান চলাচলে ঢাকা-রিয়াদ অংশীদারিত্ব জোরদারে আলোচনা

বাসস
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ২০:৩৮
মঙ্গলবার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সঙ্গে সৌদি আরবের চার্জ দ্য’অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম আল-ইব্রাহিম সৌজন্য সাক্ষাৎ হয়। ছবি: ক্যাব

ঢাকা, ৩ জুন, ২০২৫ (বাসস) : বেসামরিক বিমান চলাচল খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদার করার উপায় নিয়ে আজ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় যৌথ উদ্যোগ ও খাত সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

রাজধানীর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদরদপ্তরে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সঙ্গে সৌদি আরবের চার্জ দ্য’অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম আল-ইব্রাহিম সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা হয়।

সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা এবং উড্ডয়ন সংক্রান্ত নতুন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ নিয়ে আলোচনা করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তারা টেকনিক্যাল সহযোগিতা সম্প্রসারণ ও বিমানবন্দরের সেবার মানোন্নয়ন নিয়েও মতবিনিময় করেন। এই ক্ষেত্রে টেকসই যোগাযোগ ও কৌশলগত অংশীদারত্বকে গুরুত্ব দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০