গোর-এ শহীদ বড় ময়দানে ঈদুল আযহার নামাজের প্রস্তুতি সম্পন্ন 

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:১১
উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদের জামাত আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন। ছবি: বাসস

দিনাজপুর, ৪ জুন, ২০২৫(বাসস) : উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদের জামাত আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারো লাখো মুসল্লির পদভারে মুখরিত হবে এ ময়দান। আগামী শনিবার (৭ জুন) ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে জেলা প্রশাসন কয়েক দফা প্রস্তুতিমূলক সভা করেছে। ঈদগাহ মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে মাঠ সংস্কার ও রঙসহ বিভিন্ন কাজের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা  হয়েছে। 

দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, পুরো ঈদগাহ মাঠ জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। ঈদের দিন সকাল থেকে মুসল্লিরা মাঠে স্থাপিত প্রবেশপথ দিয়ে ঈদগাহ মাঠে প্রবেশ করবেন। মুসল্লিদের নিরাপত্তার জন্য প্রত্যেক প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। মুসল্লিরা শুধু জায়নামাজ ও ছাতা নিয়ে ঈদগাহ ময়দানে প্রবেশ করতে পারবেন। ঈদগাহ মাঠ এলাকায় তিনটি পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। সুশৃংখলভাবে ঈদের নামাজ সম্পন্ন করতে অসংখ্য মাইক বসানো হচ্ছে। লাখ লাখ মুসল্লির ওজুর জন্য পর্যাপ্ত ওযুখানা এবং পানির ব্যবস্থা রাখা হয়েছে। 

জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ঈদের জামাত অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন করেছে। ৩৫০ জন পুলিশ সদস্য, সাদা পোষাকে ডিবি এবং ট্র্যাফিক ব্যবস্থাপনায় পুলিশ মোতায়েন থাকবে। ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের শান্তিপূর্ণ ও নিরাপদে যাতায়াত ও  নামাজ আদায় নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশ সুপার বলেন, ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান। কর্তৃপক্ষের আশা, এবার কয়েক লাখ মুসল্লি এ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। আশপাশের জেলার মুসল্লিরা যাতে গোর-এ-শহীদ ময়দানে সহজে আসতে পারেন, সেজন্য দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। 

এর মধ্যে একটি ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন থেকে এবং অপরটি পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৬টায় দিনাজপুরের উদ্দেশ্যে মুসল্লিদের নিয়ে ছেড়ে আসবে। ঈদের জামাত শেষে পুনরায় দুটি ট্রেন দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। 

সরেজমিনে গোর-এ-শহীদ ময়দানে গিয়ে দেখা যায়, ধোয়া-মোছা, পানি ছিটানোসহ শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ পর্যায়ে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। সুপেয় পানি ও একাধিক মুসল্লি একসাথে অজু করতে পারবেন এ ধরনের অজুখানার ব্যবস্থা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ময়দানে প্রবেশের জন্য ১৯টি গেট নির্মাণ করা হয়েছে। প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। 

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, গোর-এ- শহীদ ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার নামাজের জন্য ঈদগাহ মাঠ সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। এটি দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এখানে আসেন ঈদের নামাজ আদায় করতে।

মুসল্লিদের নিরাপত্তায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি স্পেশাল ট্রেনের একটি ঠাকুরগাঁও থেকে ছেড়ে সেতাবগঞ্জ হয়ে গোর-এ-শহীদ ময়দানের উদ্দেশে আসবে। অপরটি পার্বতীপুর থেকে ছেড়ে চিরিরবন্দর হয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো আওয়ামী লীগ : আইন উপদেষ্টা
হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে লেবাননের কার্যকর পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র : দূত
‘ভোক্তা-অধিকার রক্ষায় অংশীজনের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
১০