নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দু'জন মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৩:৩৯
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দু'জন মোটরসাইকেল আরোহী নিহত। ছবি: বাসস

নওগাঁ, ৪ জুন, ২০২৫ (বাসস) : জেলায় পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭) ও একই এলাকার আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৮)। আহত সাদনান সাকিব (১৭) একই এলাকার শাহাজান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে পত্নীতলা থেকে নজিপুর বাজারে বেড়াতে যান। বেড়ানো শেষে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা বাসে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিটকে রাস্তায় পড়ে যান।

খবর পেয়ে ফায়ার এন্ড সিভিল ডিভেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেছেন, দাঁড়িয়ে থাকা বাসে মোটসাইকেলটি ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুনিধির আশরাফের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেন মারা যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
১০