পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৪:৩৩

পঞ্চগড়, ৪ জুন ২০২৫ (বাসস): জেলায় ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্র সহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

আজ বুধবার সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫), লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) এবং কলেজছাত্র জামিদুল ইসলাম।

আহত অবস্থায় উদ্ধার হওয়া শাহীনের ভাই জয় ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, ধাক্কামারা ইউনিয়নের ১৪ জনের একটি দল চুক্তিতে ফকিরের হাট এলাকায় একটি ভুট্টা ক্ষেতে কাজ করছিল। ক্ষেতে আগেই পড়ে ছিল বৈদ্যুতিক লাইনের একটি ছেঁড়া তার। কাজের সময় সেখানে বিদ্যুৎ ছিল না। হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ চালু হলে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান কলেজছাত্র জামিদুল ইসলাম। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রব্বানী ও শাহীন ইসলাম।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কাশেম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজন মৃত ছিলেন। একজনকে ভর্তি করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
গাজায় যুদ্ধ বন্ধে কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ সমর্থন করে যুক্তরাষ্ট্র : রুবিও
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
দিনাজপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে : আবুল খায়ের ভূঁইয়া
সিলেটের রশিদপুর থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে
দুর্গাপূজা উদযাপনে রংপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
উর্ধ্বমুখী ধারায় ফিরলো শেয়ার বাজার
১০