কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৪:৫৯
ছবি : বাসস

কুমিল্লা (উত্তর), ৪ জুন, ২০২৫ (বাসস) : জেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর টমছম ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা  হচ্ছে কুমিল্লা সদর উপজেলার বালুতোপা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে রিয়াজ হোসেন (২৮), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লভপুর এলাকার খোকন মিয়ার ছেলে খাইরুল হাসান (৩০) ও চাঁদপুরের মতলব উপজেলার নয়া কান্দি (মোল্লা বাড়ি) গ্রামের রফিক মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৬)।

ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মহানগরীর টমছম ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। একপর্যায়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি করে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এসময় অটোরিকশায় থাকা রিয়াজ হোসেন, খাইরুল হাসান ও সোহাগ মোল্লাকে আটক করা হয়। তাদের তিনজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো  হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০