ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৬:৩৬
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ৪ জুন, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০২৪-২৫ খরিপ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।  সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান ও আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ ইউনিয়ন উপ কৃষি কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে উপজেলার ২৪টি ইউনিয়নের ৫ হাজার কৃষকের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। সরকারী কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, সরকার কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, এ বছর জেলায় বর্তমান ধাপে ১৪ হাজার এবং পরবর্তী ধাপে আরও ৭ হাজার  আমন  চাষীকে প্রণোদনার এ  সার-বীজ দেয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০