ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৬:৩৬
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ৪ জুন, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০২৪-২৫ খরিপ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।  সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান ও আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ ইউনিয়ন উপ কৃষি কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে উপজেলার ২৪টি ইউনিয়নের ৫ হাজার কৃষকের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। সরকারী কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, সরকার কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, এ বছর জেলায় বর্তমান ধাপে ১৪ হাজার এবং পরবর্তী ধাপে আরও ৭ হাজার  আমন  চাষীকে প্রণোদনার এ  সার-বীজ দেয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ইতিবাচক 
মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির সদস্যদের সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন 
৬৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার 
সীমানা নিয়ে তৃতীয় দিনের শুনানি: ৩০৯ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে ‘স্টোররেন্ট’ একমাস স্থগিত
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
১০