ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৬:৩৬
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ৪ জুন, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০২৪-২৫ খরিপ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।  সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান ও আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ ইউনিয়ন উপ কৃষি কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে উপজেলার ২৪টি ইউনিয়নের ৫ হাজার কৃষকের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। সরকারী কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, সরকার কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, এ বছর জেলায় বর্তমান ধাপে ১৪ হাজার এবং পরবর্তী ধাপে আরও ৭ হাজার  আমন  চাষীকে প্রণোদনার এ  সার-বীজ দেয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
গাজায় যুদ্ধ বন্ধে কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ সমর্থন করে যুক্তরাষ্ট্র : রুবিও
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
দিনাজপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে : আবুল খায়ের ভূঁইয়া
সিলেটের রশিদপুর থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে
দুর্গাপূজা উদযাপনে রংপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
উর্ধ্বমুখী ধারায় ফিরলো শেয়ার বাজার
১০