ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৬:৩৬
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ৪ জুন, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও সদর উপজেলায় ২০২৪-২৫ খরিপ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।  সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মসিউর রহমান ও আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ ইউনিয়ন উপ কৃষি কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়ের সামনে উপজেলার ২৪টি ইউনিয়নের ৫ হাজার কৃষকের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়। সরকারী কৃষি প্রণোদনার অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, সরকার কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, এ বছর জেলায় বর্তমান ধাপে ১৪ হাজার এবং পরবর্তী ধাপে আরও ৭ হাজার  আমন  চাষীকে প্রণোদনার এ  সার-বীজ দেয়া হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
দেশের ৭৮ শতাংশ পোশাক শ্রমিক পর্যাপ্ত খাদ্য জোগাতে পারেন না : গবেষণা
ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস পালিত
১০