নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৭:২৩

নড়াইল, ৪ জুন, ২০২৫ (বাসস): জেলার কালিয়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে রিয়ান শেখ (একবছর ৮ মাস) ও রাহাদ শেখ (একবছর ৯ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু রিয়ান শেখ জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে এবং রাহাদ শেখ একই গ্রামের সৌদি প্রবাসী শিমুল ওরফে রবি শেখের ছেলে। মৃত্যুবরনকারী শিশুদুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দুই শিশু রিয়ান শেখ ও রাহাদ শেখ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজ্ঞাতে তারা পুকুরের পানিতে ডুবে যায়। শিশু দু’টিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুজি করতে থাকেন। পরে বেলা ১১টার দিকে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা তাদের উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিয়ান শেখ ও রাহাদ শেখকে মৃত ঘোষনা করেন।  

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
গাজায় যুদ্ধ বন্ধে কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ সমর্থন করে যুক্তরাষ্ট্র : রুবিও
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
দিনাজপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে : আবুল খায়ের ভূঁইয়া
সিলেটের রশিদপুর থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে
দুর্গাপূজা উদযাপনে রংপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
উর্ধ্বমুখী ধারায় ফিরলো শেয়ার বাজার
১০