নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১৭:২৩

নড়াইল, ৪ জুন, ২০২৫ (বাসস): জেলার কালিয়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে রিয়ান শেখ (একবছর ৮ মাস) ও রাহাদ শেখ (একবছর ৯ মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু রিয়ান শেখ জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে এবং রাহাদ শেখ একই গ্রামের সৌদি প্রবাসী শিমুল ওরফে রবি শেখের ছেলে। মৃত্যুবরনকারী শিশুদুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দুই শিশু রিয়ান শেখ ও রাহাদ শেখ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজ্ঞাতে তারা পুকুরের পানিতে ডুবে যায়। শিশু দু’টিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুজি করতে থাকেন। পরে বেলা ১১টার দিকে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা তাদের উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিয়ান শেখ ও রাহাদ শেখকে মৃত ঘোষনা করেন।  

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা ইতিবাচক 
মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির সদস্যদের সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন 
৬৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার 
সীমানা নিয়ে তৃতীয় দিনের শুনানি: ৩০৯ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে ‘স্টোররেন্ট’ একমাস স্থগিত
যশোরে শুরু হলো জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের রূপসা জোনের খেলা
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এফসিটিসি’র আর্টিকেল প্রতিপালনের আহ্বান
বেরোবিতে ‘একাডেমিক নিয়ম-রীতি ও র‌্যাগিং প্রতিরোধ’ বিষয়ক সেমিনার 
আগামী ১ সেপ্টেম্বর থেকে ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি হবে
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় শাড়ি,ওষুধ জব্দ
১০