বাংলাদেশকে চীনের ডেঙ্গু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৯:০৩
ছবি: সংগৃহীত

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে আজ ঢাকায় চীনা দূতাবাস স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কাছে এক কনসাইনমেন্ট ডেঙ্গু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে।

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর।

অনুষ্ঠানে বক্তব্যে ড. লিউ বলেন, চীন সবসময় বাংলাদেশের একজন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হয়ে পাশে থাকবে। এই উপহার দুই দেশের নেতৃবৃন্দের পারস্পরিক বোঝাপড়ার বাস্তব প্রতিফলন এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের চলমান সহায়তার অংশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘চীন জনস্বাস্থ্য খাতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সহযোগিতা জোরদার করবে এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলবে।’

অধ্যাপক ড. সাইদুর রহমান চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চীনকে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এসব উপকরণ উল্লেখযোগ্য সহায়তা দেবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যসহ অন্যান্য খাতেও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রতীক হয়ে থাকল এই হস্তান্তর অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
এক বছরে ১৭৪৩ জনের বিরুদ্ধে দুদকের ৪৫২ মামলা
৫ দফা দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
১০