জুলাই স্মরণ অনুষ্ঠানে এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাদ

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২০:৫০
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসের স্মরণ অনুষ্ঠান থেকে প্রতীকী এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাদ দিয়েছে। 

তিনি আজ সকালে তাঁর ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে একথা জানান। 

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে। আমরা অনেকেই একমত ছিলাম “এক মিনিট ইন্টারনেট ব্ল্যাক আউট” গ্রেট আইডিয়া না সম্ভবত। পরে আবার নানা আলোচনায় এটা ঢুকে পড়ে কর্মসূচিতে। অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এরকম দুয়েকটা ভুল চোখের আড়ালে থেকে যায়।

তিনি বলেন, যাই হোক, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য।
ফারুকী বলেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করা হচ্ছে। 

তিনি লিখেছেন, এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। ‘লেটস রিকানেক্ট, রিগ্রুপ এন্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার’ (আসুন পুনরায় সংযোগ স্থাপন করি, পুনর্গঠন করি এবং জুলাই মাসের আগুনকে পুনরুজ্জীবিত করি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
গত এক বছরে দেশের অর্থনৈতিক পারফরম্যান্স সন্তোষজনক : সালেহউদ্দিন
জবির মার্কেটিং বিভাগে আত্ম-উন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন প্রেরণ নিয়ে সিইসি সাথে আনফ্রেলের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮২
এক বছরে ১৭৪৩ জনের বিরুদ্ধে দুদকের ৪৫২ মামলা
৫ দফা দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
১০