জুলাই স্মরণ অনুষ্ঠানে এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাদ

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২০:৫০
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসের স্মরণ অনুষ্ঠান থেকে প্রতীকী এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাদ দিয়েছে। 

তিনি আজ সকালে তাঁর ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে একথা জানান। 

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে। আমরা অনেকেই একমত ছিলাম “এক মিনিট ইন্টারনেট ব্ল্যাক আউট” গ্রেট আইডিয়া না সম্ভবত। পরে আবার নানা আলোচনায় এটা ঢুকে পড়ে কর্মসূচিতে। অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এরকম দুয়েকটা ভুল চোখের আড়ালে থেকে যায়।

তিনি বলেন, যাই হোক, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য।
ফারুকী বলেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করা হচ্ছে। 

তিনি লিখেছেন, এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। ‘লেটস রিকানেক্ট, রিগ্রুপ এন্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার’ (আসুন পুনরায় সংযোগ স্থাপন করি, পুনর্গঠন করি এবং জুলাই মাসের আগুনকে পুনরুজ্জীবিত করি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী
খুলনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা 
দিনাজপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজার তাল বীজ রোপণ
সালভাদরের নাগরিক গার্সিয়াকে লাইবেরিয়ায় পাঠাতে চায় যুক্তরাষ্ট্র
এনসিপি'র সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ২
ট্রাম্পের এশিয়া সফর: থাকবে সম্মেলন, বৈঠক ও চুক্তি
মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালের সমাপনী ও পুরস্কার বিতরণ
কুয়ালালামপুরে চীন-মার্কিন বাণিজ্য আলোচনা শুরু 
১০