জুলাই স্মরণ অনুষ্ঠানে এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাদ

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ২০:৫০
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ফাইল ছবি

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসের স্মরণ অনুষ্ঠান থেকে প্রতীকী এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাদ দিয়েছে। 

তিনি আজ সকালে তাঁর ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে একথা জানান। 

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে। আমরা অনেকেই একমত ছিলাম “এক মিনিট ইন্টারনেট ব্ল্যাক আউট” গ্রেট আইডিয়া না সম্ভবত। পরে আবার নানা আলোচনায় এটা ঢুকে পড়ে কর্মসূচিতে। অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এরকম দুয়েকটা ভুল চোখের আড়ালে থেকে যায়।

তিনি বলেন, যাই হোক, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য।
ফারুকী বলেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করা হচ্ছে। 

তিনি লিখেছেন, এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। ‘লেটস রিকানেক্ট, রিগ্রুপ এন্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার’ (আসুন পুনরায় সংযোগ স্থাপন করি, পুনর্গঠন করি এবং জুলাই মাসের আগুনকে পুনরুজ্জীবিত করি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিভাসুতে ‘হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫’ শুরু
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
ক্ষমতার পালাবদল নয়, অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
১০