ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:০০
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বাসস

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইলফলক। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণে জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থান, তার পরিণতিতে পতন হয় স্বৈরাচারী হাসিনা সরকারের। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে হত্যা করে কমপক্ষে ১৪শ’ শিক্ষার্থী-জনতা। শত শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। 

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের দিনগুলোকে স্মরণ করে আন্দোলন ও গণহত্যার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা গণঅভ্যুত্থানের স্থিরচিত্র ও ভিডিও দেখেন এবং সেই স্মৃতিময় দিনগুলো স্মরণ করেন।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
সাভারের সর্বত্র ছিল থমথমে পরিস্থিতি
চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোর জেলা ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে দোয়া মাহফিল
জুলাই স্মরণ : আন্দোলন প্রত্যাহারে শিক্ষার্থীদের ওপর চাপ
আইসিসিবির ৩০তম বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
ঢাবির এ. এফ. রহমান হলে অধূমপায়ীদের কক্ষে ধূমপায়ীদের সিট দেওয়া হবে না
বিচার নিশ্চিত না হলে আবারও গুমের সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে
১০