ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:০০
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বাসস

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইলফলক। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণে জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থান, তার পরিণতিতে পতন হয় স্বৈরাচারী হাসিনা সরকারের। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে হত্যা করে কমপক্ষে ১৪শ’ শিক্ষার্থী-জনতা। শত শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। 

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের দিনগুলোকে স্মরণ করে আন্দোলন ও গণহত্যার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা গণঅভ্যুত্থানের স্থিরচিত্র ও ভিডিও দেখেন এবং সেই স্মৃতিময় দিনগুলো স্মরণ করেন।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেস বোলিংয়ের পুনরুত্থানে তীব্র প্রতিযোগিতার মুখে পেসাররা
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
১০