ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:৩১
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম। ফাইল ছবি

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস): ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই।

শুক্রবার দিবাগত রাত ২ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ জেড. এম. শামসুল আলম ১৯৭৯-১৯৮২ সাল এবং ২০০৩-২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ইফার সাবেক মহাপরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা এ জেড. এম. শামসুল আলম-এর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আ: ছালাম খান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মহাপরিচালক বলেন, এ জেড. এম. শামসুল আলম-এর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান, আলোকিত ও দূরদর্শী প্রশাসক। ইসলামিক ফাউন্ডেশনের অগ্রগতিতে তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হ্যাটট্রিক ড্র রংপুর ও সিলেটের
বিএমইউতে মাল্টিপল মাইলোমা নিয়ে আন্তর্জাতিক লেকচার
মাহেদির ব্যাটিং নৈপুণ্যে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে খুলনা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫৬৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ১৮ শিক্ষার্থীকে গবেষণা অনুদান প্রদান 
সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে, তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি : হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ভোলা ও পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে তিন মাদক কারবারি আটক
প্রতিবছর প্রায় ১ শতাংশ হারে আবাদযোগ্য জমি হ্রাস পাচ্ছে: পরিবেশ উপদেষ্টা
ফাইনালের পথে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
১০