ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৪:৩১
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম। ফাইল ছবি

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস): ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই।

শুক্রবার দিবাগত রাত ২ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ জেড. এম. শামসুল আলম ১৯৭৯-১৯৮২ সাল এবং ২০০৩-২০০৫ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ইফার সাবেক মহাপরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা এ জেড. এম. শামসুল আলম-এর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আ: ছালাম খান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মহাপরিচালক বলেন, এ জেড. এম. শামসুল আলম-এর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান, আলোকিত ও দূরদর্শী প্রশাসক। ইসলামিক ফাউন্ডেশনের অগ্রগতিতে তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০