দগ্ধ রোগীদের জন্য চীনা চিকিৎসক দলের সহায়তা

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৬:৩৮
উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দিচ্ছে সফররত চীনা চিকিৎসক দল। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় বাংলাদেশকে পূর্ণ সহায়তা দিচ্ছে সফররত সফররত চীনা চিকিৎসক দল।

উহান থার্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত দলটি শনিবারও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। 

প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি চিকিৎসা কার্যক্রমেও তারা সরাসরি সহযোগিতা করছেন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চীনের পেশাদার চিকিৎসকরা ক্ষতস্থানের সংক্রমণ প্রতিরোধ এবং পোড়া ও ট্রমাজনিত রোগীদের নিয়মিত যত্নে উন্নত পদ্ধতি সম্পর্কে  স্থানীয় চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন।

পাশাপাশি তারা আহতদের অবস্থা পর্যবেক্ষণ, ক্ষত পরিষ্কার, ড্রেসিং পরিবর্তন এবং আর্টেরিয়াল পাঙ্কচার প্রক্রিয়ায় সহযোগিতা করছেন।

এ ছাড়াও দলটি রোগীদের সেবা প্রদানের সময় অস্ত্রোপচার সংক্রান্ত পরামর্শ ও বিশেষজ্ঞ সহায়তা দিয়েছে।
আন্তর্জাতিক সহযোগিতার নিদর্শন হিসেবে চীনা চিকিৎসক দলটি আহতদের চিকিৎসায় যুক্ত সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গেও পরামর্শ সভা করেছে।

‘বাংলাদেশের আহতদের চিকিৎসায় চীন সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত,’ বলেও বিবৃতিতে উল্লেখ করেছে চীনা দূতাবাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০