তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে : প্রাথমিক উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:৪২
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ১১ তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তৃতা করেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে।

আজ শনিবার ঢাকা সেনানিবাসস্থ সেনাপ্রাঙ্গণ মিলনায়তনে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর ১১ তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষাব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি। উন্নত বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নের বিকল্প নেই। এজন্য তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে।

তিনি আরো বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লব যুগে প্রবেশ করছি। এই যুগে গতানুগতিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা পদ্ধতিতে আধুনিক ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তুলতে হবে।

উপদেষ্টা বলেন, আমাদের নতুন প্রজন্ম যদি আধুনিক জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি আয়ত্ত করে নিজেদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারে, তা হলেই দেশের দারিদ্র্য, নিরক্ষরতা ও দুর্নীতির অবসান ঘটিয়ে একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব হবে। এই লক্ষ্যে গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার প্রতি অধিক মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধান মন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ ভিডিও বার্তা প্রদান করেন। উলকাসেমি প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক বক্তব্য রাখেন।

এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ১ হাজার ৯৭৫ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। অনুষ্ঠানের তিনজন শিক্ষার্থীকে আচার্য গোল্ড মেডেল ও ১৫ জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোরেলগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি বাবুল ও মেহেদী সম্পাদক
পুতিনকে মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন ট্রাম্প
রাশিয়া যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে 'পরিস্থিতি জটিল' হবে: জেলেনস্কি
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪০
ভারতে এক বৃদ্ধা নারীর প্রতিবাদী পদযাত্রার ছবি বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ
৬০ কেজি গাঁজা ও ২ প্রাইভেট কারসহ দুই দম্পতি গ্রেফতার
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
ভুয়া ছবি-ভিডিও ব্যবহার করে আওয়ামী লীগের অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
১০