৬টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ছয় সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২২:১২

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : ৬টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মগবাজার ও পল্লবী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে ডিবি লালবাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জসিম বেপারী (৪০), মো. মোশারফ হোসেন কামাল (৩৮), মো. আনোয়ার হোসেন (২৫), মো. আরিফ (৩৪), মো. আকিব (২৫) ও মো. রাসেল রানা (২৫)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা টিম মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৩ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয় এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে পরে তা মাদারীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা মামলা হয়েছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেফতার ও আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিরে দেখা ২ আগস্ট: রংপুরে আন্দোলনে শিক্ষক-অভিভাবকদের সংহতি
ট্রাম্পের শুল্কনীতি: কী পরিবর্তন, কারা ক্ষতিগ্রস্ত
ভারতের শিশু হোমে আটক থাকা দুই কিশোর দেশে ফিরেছে
শহীদের আত্মত্যাগ আগামী দিনের দেশ গড়ার প্রেরণা : ইকবাল হাসান মাহমুদ টুকু
নাটোরে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু
পিআর পদ্ধতির দাবি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র: সালাউদ্দিন টুকু
পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুক্তরাষ্ট্রের ১৯ শতাংশ শুল্ককে ‘সর্বোত্তম সুখবর’ বললেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
সাতক্ষীরায় মাটির সুরক্ষা ও সুষম সার বিষয়ে কৃষক সমাবেশ 
জুলাই শহীদদের স্মরণে শাবিপ্রবিতে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন 
১০