৬টি চোরাই মোটরসাইকেলসহ চক্রের ছয় সদস্য গ্রেফতার

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ২২:১২

ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : ৬টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মগবাজার ও পল্লবী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে ডিবি লালবাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জসিম বেপারী (৪০), মো. মোশারফ হোসেন কামাল (৩৮), মো. আনোয়ার হোসেন (২৫), মো. আরিফ (৩৪), মো. আকিব (২৫) ও মো. রাসেল রানা (২৫)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা টিম মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৩ জনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয় এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এতে আরও বলা হয়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে পরে তা মাদারীপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা মামলা হয়েছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেফতার ও আরও চোরাই মোটরসাইকেল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় টাইফয়েড টিকাদান উপলক্ষে রাসিকে এ্যাডভোকেসি সভা
রাজধানীতে ডিবি পরিচয়ে ৩ ডাকাত গ্রেফতার, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার
১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা দেওয়া হবে ৪ কোটি ৯০ লাখ শিশুকে 
রাজশাহীতে মোবাইল ফাইন্যান্সিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের মতিউর ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে
ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার 
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৮৫
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে এনবিআরের সহযোগিতা চেয়েছে আত্মা-প্রজ্ঞা
কাতারে হামলার পর ইসরাইল সফরে রুবিও
তিন বছর আগের রেকর্ড ভাঙ্গলেন জাকের-শামীম
১০