সরকারি চাকরিজীবীদের কাজ না করার কোনো উপায় নেই:  দুদক চেয়ারম্যান

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৭:৪১ আপডেট: : ১০ আগস্ট ২০২৫, ১৯:১০
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য দেন দুদক চেয়ারম্যান। ছবি : বাসস

বগুড়া , ১০ আগস্ট, ২০২৫:  দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন  বলেছেন,সরকারি চাকরি  যারা করেন তাদের কাজ না করে কোন উপায় নেই।

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে  দুদকের  গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি  আজ এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে ঘুষ না দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানন।  

বগুড়া যেন শ্রেষ্ঠ জেলা হিসেবে দুর্নীতি দমনে সবার উপরে থাকে তা নিশ্চিত করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।

গণশুনানিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ বগুড়া  জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন।

মোট ৯৭টি অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত ৫৭টি অভিযোগের শুনানি হয়। যার মধ্যে ২টি অভিযোগ অনুসন্ধানে নেয়া হয় এবং ১টি অভিযোগের বিষয়ে ২ জনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। বাকি অভিযোগসমূহ প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন দুদকের রাজশাহী বিভাগের পরিচালক  মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও বগুড়া জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় অবৈধভাবে সার মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা 
১০০ টাকার নতুন নোট বাজারে আসছে ১২ আগস্ট
কক্সবাজারে ৯ বালুমহালের ইজারা কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের 
আইনজীবী হত্যা মামলায় বাহার-সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে ৫ শতাংশ করে ব্যয় করা হবে: আমীর খসরু
চট্টগ্রামে এসএসসিতে পাস আরো ৬৪, জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন
মালয়েশিয়ার কাছে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়ে সহযোগিতা চাইবে বাংলাদেশ: প্রেস সচিব
পিয়াইন নদীতে নিখোঁজ বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার
এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে সিলেটে পাস ৩০ জন, জিপিএ ৫ বেড়েছে ২২
১০