নাটোরে পিআইবি’র মাল্টিমিডিয়া প্রশিক্ষণ সমাপ্ত

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৫:৫৮ আপডেট: : ১৩ আগস্ট ২০২৫, ১৬:০০
ছবি : বাসস

নাটোর, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। 

আজ বুধবার বেলা দুইটায় নাটোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) পারভীন সুলতানা রাব্বী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

প্রশিক্ষণের অনুভূতি ব্যক্ত করেন এনটিভি’র হালিম খান, স্টার নিউজের তারিকুল হাসান এবং এখন টিভি’র মাহবুব হোসেন।

তিনদিনের প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ধারণাসহ ফ্যাক্টচেকিং টুলস, ফ্যাক্টচেকিং ছবি ও ভিডিও যাচাই, রিপোর্টিং করণীয় ও বর্জনীয়, মোজো : ডিভাইস/টুলস সেটিংস, স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা, শট নির্বাচন ও ব্যবহার, ইন্টারভিউ ফ্রেমিং, অডিও-ভিডিও শট নির্বাচন ও ভিডিও শুট, জেন্ডার ধারণা ও জেন্ডার সংবেদনশীল রিপোর্টিং ইত্যাদি বিষয়ে সেশন উপস্থাপনা করা হয়।

পিআইবি’র প্রশিক্ষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে নাটোর প্রেসক্লাবে জেলার সাতটি উপজেলায় কর্মরত সাংবাদিকদের একই বিষয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব পরিদর্শন ও প্রশিক্ষণ 
অধ্যাপক যতীন সরকারের মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার শোক
হতাশা নিয়ে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন ডোনারুমা
টটেনহ্যামের নতুন অধিনায়ক রোমেরো
চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তাসহ ব্যাপক প্রস্তুতি 
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সিইসি’র কাছে ইসলামী আন্দোলনের সাত দফা প্রস্তাব
পদ্মার পানি বৃদ্ধিতে নদীপাড়ের হাজার হাজার মানুষ পানিবন্দী
ধারে সিরি-এ ক্লাব কোমোতে যোগ দিলেন মোরাতা
তামাকজনিত কারণে প্রতিদিন মারা যাচ্ছে ৪৪২ জন মানুষ     
১০