ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:২৬
আন্ডারগ্র্যাজুয়েট নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর টিএসসি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ তাহমিন ফারহান, প্রাণিবিদ্যা বিভাগের মুনমুন আক্তার, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আল নাহিন ইবনে সিদ্দিক এবং আবহাওয়া বিজ্ঞান বিভাগের মো. ফারহান সাদিক নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টা উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের পরিবার, সমাজ ও জাতির প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের দক্ষ ও ব্যতিক্রমী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ রয়েছে, যা যথাযথভাবে ব্যবহার করতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।

সভায় বিজ্ঞান, জীববিজ্ঞান, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে : আরএমপি কমিশনার
অধিকাংশ জনগণের মতামতই ডেমোক্রেসি : ডা. তাহের
বিদেশি বিনিয়োগ সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রুহুল কবির রিজভী
গাজীপুরে অবৈধভাবে তেল বোতলজাত করায় জরিমানা 
র‌্যাবের অভিযানে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি, পরিদর্শনে দুদক
জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে : ধর্ম উপদেষ্টা
ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন
১০