বিজিবি’র দিনাজপুর সেক্টরের সীমান্ত এলাকায় ১৫৬টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৩
বিজিবি’র দিনাজপুর সেক্টরের সীমান্ত এলাকায় ১৫৬টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ছবি : বাসস

-রোস্তম আলী মন্ডল-

দিনাজপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর দিনাজপুর সেক্টরের আওতাধীন তিনটি বিজিবি ব্যাটালিয়ানের অধীনস্থ সীমান্ত এলাকায় চলতি বছর ১৫৬ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আজ মঙ্গলবার বিকালে বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। 

কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, বিজিবি’র দিনাজপুর সেক্টরের অধীনে ৩ টি বর্ডার গার্ড ব্যাটেলিয়ন রয়েছে। বিধি অনুযায়ী সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্য আইনশৃঙ্খলার দায়িত্ব বিজিবি’র। এ সেক্টরের অধীনে ৩ টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চলতি বছর ১৫৬ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। সীমান্ত এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো জানান, দিনাজপুরের সেক্টরের আওতাধীন দিনাজপুর বর্ডার গার্ড ব্যাটেলিয়ানে এলাকায় ৬১ টি, ফুলবাড়ী বর্ডার গার্ড ব্যাটালিয়ান এলাকায় ৩৯ টি এবং জয়পুরহাট বর্ডার ব্যাটেলিয়ান এলাকায় ৫৬ টি সহ মোট ১৫৬ টি মন্ডপে দুর্গাপূজা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ পূজা মন্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্বে ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পযন্ত বিজিবি'র ২৩ প্লাটুন সদস্যকে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা প্রতিমা বিসর্জনের শেষ পর্যন্ত তাদের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা 
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মে মাসের সংঘাতের পর প্রথম সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে গেলেন ভারতীয় শিখ তীর্থযাত্রীরা
নেত্রকোণায় "আমার চোখে জুলাই বিপ্লব" শিরোনামে প্রতিবেদন প্রকাশ 
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
সিইসির কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা সুপারিশ
দিনাজপুর সদরে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণায় নেতাকর্মীদের আনন্দ মিছিল
বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
রাজশাহীতে মিনু মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা
১০