জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু ৭ অক্টোবর

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২১

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর।

শেষ হবে ১৩ অক্টোবর। লিখিত পরীক্ষা সকাল ৯টায় শুরু হবে। ব্যাবহারিক পরীক্ষা ১৯ অক্টোবর  শুরু হয়ে চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। এ পরীক্ষা সকাল ৭টায় শুরু হবে।

আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৪-৫ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (বসং.হঁ.ধপ.নফ) রোল ও প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র প্রিন্ট করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। ছবির ওপর অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিয়ে বিতরণ করতে হবে। প্রবেশপত্রে কোন প্রকার ভুল থাকলে পরীক্ষা শুরুর আগে সংশোধন করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি ৭০০ টাকার মধ্যে ৬০০ টাকা পরীক্ষা শুরুর ২-৩ দিন আগে রোল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্থান্তর করবেন অধ্যক্ষরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০