ফেনীতে তারুণ্যের উৎসব উপলক্ষে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২

ফেনী, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার দাগনভূঁইয়া উপজেলায় আজ তারুণ্যের উৎসব উপলক্ষে বিশেষ বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার আতাতুর্ক মিজান মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাহেদা আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও বাল্য বিবাহের উপর সেশন পরিচালনা করেন সহকারী পরিচালক (সিসি) ডা. শ্যামলী দাস ও দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আফসার।

এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম দাগনভূঞা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০