দুর্গাপূজা ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক পুলিশ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৬
দুর্গাপূজা য় যশোরে সর্বোচ্চ সতর্ক পুলিশ। ছবি : বাসস

যশোর, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও যেন কোনো ধরনের গুজব ছড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতায় রয়েছে যশোর পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার রওনক জাহান। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, এবার যশোর জেলার ৯টি থানা এলাকার ৭০৬ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে এই উৎসব পালনে পুলিশের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, পুরো জেলাকে চারটি সেক্টরে ভাগ করে পুলিশের স্ট্রাইকিং টিম কাজ করবে। প্রত্যেকটি থানার তদারকি টিমের সঙ্গে কাজ করবে ৪০টি মোবাইল টিম।

গোয়েন্দা নজরদারীর পাশাপাশি ১৭২টি মোটরসাইকেলে থাকবে পুলিশের টহল। সব মণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে উৎসাহিত করা হচ্ছে। মণ্ডপগুলোর ব্যবস্থাপনা কমিটি ও ভলান্টিয়ারদের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে, যাতে গভীর রাতেও নিরাপত্তার কোনো সমস্যা না হয়।

এসপি রওনক জাহান বলেন, পুলিশের পাশাপাশি আর্মি ও আনসার সদস্যরাও থাকবেন। তাদের সঙ্গে সমন্বয় করেই কাজ করবে পুলিশ।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, যে কোনো উৎসবের আগে মাদকের চাহিদা, ব্যবহার ও চোরাচালান বৃদ্ধি পায়। এ ব্যাপারে বিজিবি’র সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আফগানিস্তানের বিপক্ষে রাজশাহী ও বগুড়াতে খেলবে বাংলাদেশের যুবারা
আরও আট দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে
রাকসু নির্বাচন : ক্যাম্পাসের ২০০ গজের মধ্যে তিনদিন সভা-সমাবেশ নিষিদ্ধ
চট্টগ্রামে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, গ্রেফতার ১
আগামী সংসদ নির্বাচনে এনসিপি নির্ণায়কের ভূমিকা পালন করবে : সারজিস আলম
মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় ভেনেজুয়েলা নরওয়েতে দূতাবাস বন্ধ করে দিয়েছে 
২৫ মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব
ডিআর কঙ্গো ও এম ২৩ শান্তিচুক্তি বাস্তবায়নে সমঝোতায় পৌঁছেছে : কাতার
বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার
১০