দুর্গাপূজা ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক পুলিশ

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৬
দুর্গাপূজা য় যশোরে সর্বোচ্চ সতর্ক পুলিশ। ছবি : বাসস

যশোর, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোথাও যেন কোনো ধরনের গুজব ছড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতায় রয়েছে যশোর পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার রওনক জাহান। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, এবার যশোর জেলার ৯টি থানা এলাকার ৭০৬ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে এই উৎসব পালনে পুলিশের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, পুরো জেলাকে চারটি সেক্টরে ভাগ করে পুলিশের স্ট্রাইকিং টিম কাজ করবে। প্রত্যেকটি থানার তদারকি টিমের সঙ্গে কাজ করবে ৪০টি মোবাইল টিম।

গোয়েন্দা নজরদারীর পাশাপাশি ১৭২টি মোটরসাইকেলে থাকবে পুলিশের টহল। সব মণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে উৎসাহিত করা হচ্ছে। মণ্ডপগুলোর ব্যবস্থাপনা কমিটি ও ভলান্টিয়ারদের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে, যাতে গভীর রাতেও নিরাপত্তার কোনো সমস্যা না হয়।

এসপি রওনক জাহান বলেন, পুলিশের পাশাপাশি আর্মি ও আনসার সদস্যরাও থাকবেন। তাদের সঙ্গে সমন্বয় করেই কাজ করবে পুলিশ।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, যে কোনো উৎসবের আগে মাদকের চাহিদা, ব্যবহার ও চোরাচালান বৃদ্ধি পায়। এ ব্যাপারে বিজিবি’র সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা 
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মে মাসের সংঘাতের পর প্রথম সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে গেলেন ভারতীয় শিখ তীর্থযাত্রীরা
নেত্রকোণায় "আমার চোখে জুলাই বিপ্লব" শিরোনামে প্রতিবেদন প্রকাশ 
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর
যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
সিইসির কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা সুপারিশ
দিনাজপুর সদরে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণায় নেতাকর্মীদের আনন্দ মিছিল
বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
রাজশাহীতে মিনু মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা
১০