জয়পুরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৩

জয়পুরহাট, ২৬ অক্টোবর ২০২৬ (বাসস): জেলার কালাই উপজেলায় আজ রাইস মিলের চাতালের হাউসের পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় মেসার্স ভাই ভাই চালকল- এর চাতালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামদিয়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের অহিদুল সরকারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় মেসার্স ভাই ভাই চালকল- এর চাতালে শিশু আবু বক্কর সিদ্দিক- এর বাবা ও মা ধান শুকানোর কাজ করেন। রোববার দুপুরে শিশুটি খেলার সময় চাতালের সিঁড়ি বেয়ে উপরে উঠে। খেলার সময় একপর্যায়ে সবার অজান্তে শিশুটি পানির হাউসে পড়ে যায়। ঘটনার পর শিশু আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০