সুন্দরবনে ডাকাত দল রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ অস্ত্রসহ আটক

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২০:৩৩
ছবি : বাসস

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে দুইটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে।

তিনি আরও বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নজরুল শেখ বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন। গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি পাঠায়। এরপর থেকেই বাহিনীটির বিরুদ্ধে অভিযান শুরু করে কোস্ট গার্ড।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয় এবং জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
১০