রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র ৮২,২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৮ আপডেট: : ২৭ অক্টোবর ২০২৫, ১২:২৯

রাজশাহী, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে। 

এ বছরই প্রথম প্রায় ২৫ হাজার ৭০৮ শিক্ষার্থী ৮২ হাজার ২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। 

এরমধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে ১৫ হাজার ২৯৮ জন ও দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে জীববিজ্ঞান বিষয়ে ৩ হাজার ৮২১ জন।

আজ সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে প্রায় ২৫ হাজার ৭০৮ জন শিক্ষার্থী ৮২ হাজার ২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।’

পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা খাতাগুলো দেখার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ১,৩০,৮৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এটি টানা বিগত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। 

এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ করতে পারেনি। 

এবার শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ। 

শতভাগ ফেল করা ৩৫টি কলেজে সতর্কীকরণের চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। 

নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল ভালো না করতে পারলে সংশ্লিষ্ট কলেজগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতি প্রতিরোধে চুয়াডাঙ্গাবাসীকে ভূমিকা রাখতে হবে : দুদক চেয়ারম্যান
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল
গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণায় গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক সভা 
আর্জেন্টিনার নির্বাচনে জয়ের পর আরও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন মাইলি
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে হবে: সেমিনারে বক্তারা
খুবি অধ্যাপকদের সাথে উপাচার্যের মতবিনিময়
মাগুরায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা 
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫১৫
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত
১০