রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি’র ৮২,২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৮ আপডেট: : ২৭ অক্টোবর ২০২৫, ১২:২৯

রাজশাহী, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ড পরিমাণ আবেদন জমা পড়েছে। 

এ বছরই প্রথম প্রায় ২৫ হাজার ৭০৮ শিক্ষার্থী ৮২ হাজার ২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। 

এরমধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে ১৫ হাজার ২৯৮ জন ও দ্বিতীয় সর্বোচ্চ আবেদন পড়েছে জীববিজ্ঞান বিষয়ে ৩ হাজার ৮২১ জন।

আজ সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহীর চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে প্রায় ২৫ হাজার ৭০৮ জন শিক্ষার্থী ৮২ হাজার ২২৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।’

পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা খাতাগুলো দেখার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ১,৩০,৮৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এটি টানা বিগত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। 

এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ করতে পারেনি। 

এবার শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ। 

শতভাগ ফেল করা ৩৫টি কলেজে সতর্কীকরণের চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। 

নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল ভালো না করতে পারলে সংশ্লিষ্ট কলেজগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০