গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৪১

গোপালগঞ্জ, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস): মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিরাজ মিয়া (৪৫) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের জব্বার মিয়ার পুত্র।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. রোমান মোল্যা বাসসকে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সকালে ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক মিরাজ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আদিব, সদস্যসচিব আমির
অপ ও অসত্য তথ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্বস্তি প্রকাশ
শেখ হাসিনার ফাঁসির রায়ে কচুয়ায় আনন্দ মিছিল
ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি : ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির
মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
১০