খুবি অধ্যাপকদের সাথে উপাচার্যের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৪৬ আপডেট: : ২৭ অক্টোবর ২০২৫, ১৪:০৮
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম গতকাল রোববার অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের সাথে মতবিনিময় করেন। ছবি : বাসস

খুলনা, ২৭ অক্টোবর ২০২৭ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়(খুবি)’র অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের সাথে মতবিনিময় করেছেন খুবি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে মুক্ত আলোচনা করা হয়। 

উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, আধুনিক উচ্চশিক্ষা প্রযুক্তিনির্ভর হওয়ায় সব ডিসিপ্লিনে ধাপে ধাপে ল্যাব স্থাপন এবং কম্পিউটার সুবিধা নিশ্চিত করা হবে। এআই বিষয়ে শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও দক্ষ ব্যবস্থাপনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। 

তিনি ইন্টারনেট-নেটওয়ার্ক সমস্যা নিরসন, ডেভেলপমেন্ট ফান্ড শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় এবং ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডে নবীন শিক্ষকদের জন্য আলাদা ক্যাটাগরি তৈরির বিষয়েও তিনি তাগিদ দেন। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড টেকনোলজি (হিট) প্রকল্পের আওতায় অনুমোদিত ৮টি প্রকল্প এবং বিজনেস ইনকিউবেটর কার্যক্রম খুলনা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও উদ্ভাবনী গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, শতভাগ স্বচ্ছতা বজায় রেখে সম্প্রতি ২০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। যোগ্যতা বিবেচনা ছাড়া শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত করে এবং তা সরাসরি শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলে। তিনি ওবিই কারিকুলামকে আরও যুগোপযোগী ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, বাজেট কাঠামো ও আর্থিক নীতি অনুসারে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। ইউজিসি অপারেটিং খাতে বাজেট বরাদ্দ দেয় এবং বিশ্ববিদ্যালয় আর্থিক বিষয়ে নিয়ম-নীতি মেনে সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থনৈতিক সুশাসন বজায় রেখে শিক্ষক-কর্মকর্তাদের কল্যাণমূলক সুবিধা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

মতবিনিময় সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে অভিজ্ঞতা, আন্তরিকতা ও দক্ষতার সমন্বয়, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, ইন্টারনেট-নেটওয়ার্ক সমস্যার সমাধান, কারিকুলামের মানোন্নয়ন এবং শিক্ষকদের আবাসন সংকট নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

তারা নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আইকিউএসির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, বিদেশে পোস্ট ডক্টরাল গবেষণা করার ক্ষেত্রে বিদ্যমান বাধ্যবাধকতা শিথিলকরণ এবং ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডে নবীন শিক্ষকদের জন্য আলাদা ক্যাটাগরি তৈরির প্রস্তাব করেন। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. এটিএম জহিরুদ্দিন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ মুস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার।

সহকারী অধ্যাপক ও প্রভাষকদের মধ্যে বক্তব্য দেন, ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. রামিজ আফরোজ শাহী, অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি, শিক্ষা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সাদিয়া সুলতানা, ভাস্কর্য ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রওনক হাসান, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সাধন চন্দ্র স্বর্ণকার, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের মো. আবুল বাশার, পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রভাষক আব্দুর রহমান এবং রসায়ন ডিসিপ্লিনের প্রভাষক আসিফুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জেমিসনের বদলি টিকনার
সাবেক যুগ্ম সচিব কিবরিয়ার পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আইডি নম্বরের ভুলে প্রাথমিকে বৃত্তির টাকা পাচ্ছে না গঙ্গাচড়ার ২৯ শিক্ষার্থী
প্রতিষ্ঠানের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে: ফায়ার সার্ভিস ডিজি
ইসরাইলি হামলায় তিনজন নিহত: লেবানন
জাপানে পৌঁছেছেন ট্রাম্প, দেখা করবেন সম্রাটের সঙ্গে 
ভেনেজুয়েলার কাছে ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন যুদ্ধজাহাজ
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি: সালাহউদ্দিন
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ
পবিপ্রবিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
১০