
ঝিনাইদহ, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস): ঝিনাইদহের কালীগঞ্জে মাদক জাতীয় ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম (৩৮) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাজার ফুলবাড়ী এলাকা থেকে তাকে আটক করে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধারকৃত ট্যাবলেটসহ ওই যুবককে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। আটক সিরাজুল কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বারবাজার এলাকার ফুলবাড়িয়ায় তল্লাশি চেকপোস্ট বসায় বারবাজার হাইওয়ে পুলিশ। তল্লাশির একপর্যায়ে ১৮০০ পিস মাদকজাতীয় ট্যাবলেটসহ সিরাজুল ইসলামকে আটক করা হয়। জব্দকৃত ট্যাবলেট ইয়াবা বা হেরোইনের মতই ভয়ংকর। এটি মাদক হিসেবে সেবন করেন মাদকসেবীরা।
কালীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ট্যাবলেট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হবে।