কুমিল্লায় ইমাম-খতীব সম্মেলন কাল 

বাসস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৩:৫২
কুমিল্লায় ইমাম-খতীব সম্মেলন উপলক্ষে আজ কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজিত। ছবি: বাসস

কুমিল্লা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে আগামীকাল জেলা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা-মহানগর ইমাম-খতীব সম্মেলন।

সকাল ৯টায় সম্মেলন শুরু হবে। বৃহৎ এ ধর্মীয় সমাবেশ ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। 

সম্মেলন উপলক্ষে আজ কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী।

তিনি বলেন, ইমাম-খতীবদের নৈতিক নেতৃত্ব, ধর্মীয় মূল্যবোধ, দাওয়াতি কার্যক্রম, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করতেই এ সম্মেলনের আয়োজন।

তিনি বলেন, ‘ইমাম-খতীবদের জন্য জ্ঞান ও প্রেরণার একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। দেশের শান্তি, সম্প্রীতি ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় খতীবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। প্রধান বক্তা থাকবেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার (হাফি.)।

বিশেষ অতিথি থাকবেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার নাজির আহমেদ খান, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক আশেকুর রহমান।

সম্মেলনে বিশেষ বক্তা থাকবেন জাতীয় খতীব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী। দোয়া-মুনাজাত পরিচালনা করবেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ সালাহ উদ্দিন নানুপুরী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফী, কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি মুফতি কাজি আবু ইউসুফ ফারুকী, কুমিল্লা উত্তর জেলার সভাপতি মুফতি ইসরাফিল বিন আহমাদ, কুমিল্লা মহানগরের সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ঐক্যবাদী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসাইন আবেদি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনিজুয়েলার বিরোধী জোটের বিক্ষোভ আগামী ৬ ডিসেম্বর
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে দোয়া মাহফিল
সিরাজগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রাশিয়ার আক্রমণের মুখে আরেকটি শীতের প্রস্তুতি নিচ্ছে কিয়েভ
ভুমিকম্প নিয়ে এআই ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা 
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
বগুড়াকে সিটি করপোরেশন করার তোড়জোড় শুরু
বৈষম্যহীন সমাজ গঠনে রাজনীতি হবে মানুষের অধিকার ও ক্ষমতায়নের : পরিবেশ উপদেষ্টা
কুমিল্লায় ইমাম-খতীব সম্মেলন কাল 
১ টাকায় চা, ১ টাকায় পেঁয়াজু বিক্রি করে সফল নীলফামারীর আপন
১০