
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ সময় ইউএনও লায়লা বলেন, পিঠা ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান প্রজন্মের সঙ্গে এই ঐতিহ্যের মেলবন্ধন তৈরি করতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুণ্ডু, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন প্রমুখ।
উৎসবে দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, চন্দনকুলি, চৈ পাকান, চিতই, ভাপা, তাল পিঠা, নারকেলের চিড়া, রসপান, হৃদয়হরণ, গোকুল পিঠা, দুধ সুন্দরীসহ নানা রঙ আর স্বাদের অর্ধ শতাধিক পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।