বাগেরহাটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মত বিনিময় সভা

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৩:৪৮ আপডেট: : ০৬ মে ২০২৫, ১৩:৫২
ছবি : বাসস

বাগেরহাট, ৬ মে, ২০২৫(বাসস) : জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে আজ সকাল ১০টায় বিচার বিভাগের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক। 

তিনি  তার বক্তৃতায় বলেন, আইন বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে, নিজ নিজ দায়িত্ব পালন করতে সততা ন্যায়পরায়ণতা এবং ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে ইনসাফ ভিত্তিক কাজ করতে পারলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। 

এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ বিচারক রোজিনা আক্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -২ বিচারক মো. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক  এ্যাড. মাহফুজুর রহমান লাহু,আরও উপস্থিত ছিলেন চীফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম, সহ জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক বৃন্দ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির ম্যাজিস্ট্রেট বৃন্দ, পিপি,জিপি,আইনজীবী ও বিচার প্রার্থী জনগণ। সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান।

এর আগে বিচারপতি মাহমুদুল হক জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ ভবনের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে : হাসনাত আবদুল্লাহ
গুম প্রতিরোধ দিবসে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মিয়ানমারে পাচারকালে আলু ও শীতল পাটি জব্দ করেছে কোস্ট গার্ড
ভিপি নূরের শয্যাপাশে ডা. তাহেরসহ জামায়াত নেতৃবৃন্দ
ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন
দেশের প্রতিটি আন্দোলনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য : সেমিনারে বক্তারা
সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ
জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে : আহমদ আবদুল কাদের
ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব
ডেঙ্গুতে আজ ৩৬৭ জন আক্রান্ত
১০